শনিবার, ডিসেম্বর ২৮

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

0

বাংলাদেশ থেকে হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী হাফিজুর রহমানের দাখিল পরীক্ষা দেওয়ার আগেই ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বৃহস্পতিবার সকালে সিলেট-আখাউড়া রেল সেকশনের শাহজীবাজার রেল স্টেশনের দক্ষিণে হরিতলায় এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সকালে হরিতলা আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী হাফিজুর রহমান মাদ্রাসার পূর্ব দিকে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে ছিল। তার কানে মোবাইলের এয়ারফোন থাকায় ট্রেন আসার শব্দ না শুনতে পেরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় ও ঘারে রক্তাক্ত জখম হয়। প্রথমে মাদ্রাসার শিক্ষকরা তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাফিজুরের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share.