ঢাকা অফিস: ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা (৬২) মারা গেছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আহসান হাবীব জানান, মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সকালে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারাচিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এর আগেও সোহরাওয়ার্দী হাসপাতালে তাকে চিকিৎসা করানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ইদ্রিস আলী মোল্লার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
মানবতাবিরোধী মামলার আসামি ইদ্রিস আলী মারা গেছেন
0
Share.