ঢাকা অফিস: মানিকগঞ্জে ভেজাল খেজুরের গুড় তৈরি সময় তিন ভেজালকারীকে জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ১০ মণ ভেজাল খেজুরের গুড় ধ্বংস করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজশাহী থেকে আনা বাসি ঝোলা গুড়ের সাথে বিভিন্ন অনুপাতে চিনি ও চুন মিশিয়ে খেজুরের ভেজাল গুড় তৈরি করার কারখানার সন্ধান পায় তারা।এসময় উপজেলার হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার টাকা, রমজান আলীকে ১০ হাজার টাকা, গোপিনাথপুর গ্রামের কোকেল গাছিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১০ মণ ভেজাল গুড় জব্দ করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। পরে বেলা ১২টার দিকে ওই এলাকায় জনসাধারণের সামনে তা ধ্বংস করা হয়।জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, হরিরামপুরের বিভিন্ন স্থানে ভেজাল গুড় তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এসময় মৌসুমী ব্যবসায়ীদের ভবিষ্যতে ভেজাল গুড় তৈরি না করা শর্তে এবং লিখিত মুচলেকায় কয়েকজনকে জরিমানা করা হয়েছেন। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।