বাংলাদেশ থেকে মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে অটো ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা। গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুরের কাকরকান্দি গ্রামের মিজানুর রহমান রুবেল, ফরিদপুরের দরজা গ্রাম এলাকার জীবন চন্দ্র মানিক, ঢাকার আশুলিয়া উপজেলার ধলপুর গ্রামের দ্বীন ইসলাম ও যশোরের চুরামনকাটি গ্রামের শ্যামল বিশ্বাস। পুলিশ জানায়, গত ২০ মার্চ বেলা ১১টার দিকে সদর উপজেলার গিলন্ড এলাকা থেকে রবিন নামে এক অটোচালককে ভয় দেখিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে তার অটোটি ছিনতাই করে ওই চারজন। পরে ভুক্তভোগী অটোচালক গতকাল সদর থানায় একটি অভিযোগ করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার আশুলিয়া থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ওই চার আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী টাঙ্গাইলের নাগরপুর থেকে ছিনতাই হওয়া অটোটি উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, গ্রেপ্তার আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দীর মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।