মানিকনগরে পুড়ে যাওয়া বস্তিতে এখন শুধুই হাহাকার

0

ঢাকা অফিস: রাজধানীর মানিকনগরে পুড়ে যাওয়া বস্তিতে এখন শুধুই হাহাকার। ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফিরছেন হারিয়ে যাওয়া সর্বস্ব। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুড়ে যাওয়া প্রায় সাড়ে ৩০০ ঘরের বাসিন্দাদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।৬০ বছরের সিরাজ পালোয়ান সাংবাদিকদের দেখাচ্ছিলেন আগুনে ধ্বংস হয়ে যাওয়া সংসার। ৪২ বছরে তিলে তিলে গড়ে তুলেছিলেন ৬২টি ঘর। রোববারের আগুন কেড়েছে সর্বস্ব তার।কুমিল্লা পট্টির ক্ষতিগ্রস্তরা ধ্বংসস্তূপের মাঝে হাতড়াচ্ছেন শেষ সম্বলটুকু পাওয়ার আশায়। অনেকে শূন্যে ভাসাচ্ছেন দৃষ্টি, ভর করেছে অজানা শঙ্কা। সারারাত খোলা আকাশের নিচে কাটিয়ে এখন রাস্তাই যেন আশ্রয়স্থল তাদের। আশপাশের প্রতিবেশী আর স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় মিলেছে দুমুঠো খাবার।ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এলাকাবাসী ছাড়াও এগিয়ে আসছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বস্তিটিতে প্রায় সাড়ে ৪০০ ঘর ছিল।রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় রাজধানীর মানিকনগরে আগুনে শতাধিক টিনশেড ঘর পুড়ে যায়। আগুন লাগার পর বিকেল পৌনে ৫টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহত হয়নি।সন্ধ্যায় মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, মানিকনগর ওই এলাকাটি কুমিল্লা পট্টি নামে পরিচিত ছিল। সেখানে টিনশেড শতাধিক বসতঘর রয়েছে। আগুনে যার অধিকাংশই পুড়ে গেছে।

Share.