মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই লকডাউনের ঘোষণা: অর্থমন্ত্রী

0

ঢাকা অফিস:লকডাউনে যাতে জনগণের ক্ষতি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা প্রতিরোধ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই লকডাউন ঘোষণা করা হয়েছে।বুধবার (৭ এপ্রিল) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের যে সব কারণে লকডাউন দেয়া হয়েছে সেটা আপনারা জানেন।তিনি বলেন, এ বিষয়টা আমার নয়। তবে সংশ্লিষ্টরা অবশ্যই ব্যবস্থা নিবেন। জননিরাপত্তার বিষয় মাথায় রেখেই করোনা প্রতিরোধে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।করোনার প্রণোদনা প্যাকেজের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সবগুলো প্যাকেজই প্রধানমন্ত্রীর ধারণা ও পরিকল্পনায় হয়েছে। আমরা শুধু তার হয়ে এগুলো বাস্তবায়ন করেছি।

Share.