রবিবার, নভেম্বর ২৪

মানুষের মৃত্যুর মিছিলে খেলার কথা ভাবা হাস্যকর

0

স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়েছে বিশ্বের সব বড় বড় ক্রীড়া আসর। এর ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে যাচ্ছে ক্লাবগুলো। তাই তো মে মাসেই ফুটবল মাঠে গড়ানোর চিন্তা ছিলো কর্তাব্যক্তিদের। তবে ইউরোপে করোনা ভাইরাস এ সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা নেই। তবু যেকোনোভাবেই হোক, জুনের মধ্যে আবার ফুটবল মাঠে ফেরানোর চেষ্টা চালাচ্ছে উয়েফা। উয়েফার এমন চিন্তার-ভাবনাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিশ্বের অনেক ক্রীড়াবিদরা। কিছুদিন আগেই আয়াক্স কিংবদন্তি ওভারমার্স এ নিয়ে উয়েফা ও তাঁর দেশের ফুটবল কর্মকর্তাদের সমালোচনা করেছেন। ইতালিতেও এ নিয়ে শোরগোল তুলেছেন পিয়ারপাওলো ম্যারিনো। কারণ ইউরোপে এখন পর্যন্ত কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। এমন এক পরিস্থিতিতে আবারও ফুটবল খেলার কথা চিন্তা করাটা বেশ কঠিন। এ অবস্থায় অর্থকে গুরুত্ব দিয়ে উয়েফার এমন সিদ্ধান্ত খেপিয়ে তুলছে অনেককেই। সিরি ‘আ’তে আশা করা হচ্ছে জুন বা জুলাইয়ে শুরু করে আগস্টে এ মৌসুমের বাকিটা শেষ করা সম্ভব। কিন্তু লিগের শেষ সাত দল মৌসুম বাতিলের পক্ষে। এর মাঝে সবচেয়ে নিরাপদ দূরত্বে থাকা উদিনেসের কারিগরি পরিচালক ম্যারিনো করোনা পরিস্থিতিতে খেলার কোনো প্রয়োজনীয়তা খুঁজে পাচ্ছেন না। এ অবস্থায় আবার খেলতে নামার প্রস্তাব আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে। আমরা তো এখনো জানিই না কখন এই স্বাস্থ্যঝুঁকি থেকে বেরোতে পারব আমরা।’ তড়িঘড়ি করে এ মৌসুমে খেলার চেষ্টা করলে ভবিষ্যতে এর ফল ভালো হবে না বলেই ধারণা ম্যারিনোর, ‘আমি ২০২০/২১ মৌসুম হোক, এটা চাই। যদি এই মৌসুম (২০১৯/২০) নিয়ে মাথা ঘামাতে যাই তাহলে পরের মৌসুম ক্ষতিগ্রস্ত হবে। সেটা হবে আরও ভয়াবহ ধাক্কা।’

Share.