বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

‘মানুষ অন্যায় করে বেঁচে যায় কেমন করে’

0

বিনোদন ডেস্ক: সাদিয়া জাহান প্রভা আবার অভিনয়ে নিয়মিত হয়েছেন। ছোটপর্দায় দেখা মিলছে বেশ নিয়মিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব প্রভা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। তবে তার এমন স্ট্যাটাস কেন বা কি প্রসঙ্গে দেওয়া সেটা বোঝা যায়নি। তিনি লিখেছেন, ‘মানুষ অন্যায় করে বেঁচে যায় কেমন করে ?? ওদের জন্য revenge of nature নাই কেনো?’ ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভাকে অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনেও দেখা গেছে। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন তিনি। তবে এখনও পর্যন্ত বড় পর্দার কোনো চলচ্চিত্রে কাজ করেননি।

Share.