রবিবার, জানুয়ারী ২৬

মানোন্নয়নে কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. শফিকুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। মা সমাবেশে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির অভিভাবকদের সচেতনা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

Share.