বুধবার, ডিসেম্বর ২৫

মারামারি করতে গিয়ে খুলে গেল ক্যাটরিনার তোয়ালে!

0

বিনোদন ডেস্ক: বলিউডের লাস্যময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার ভিন্নভাবে নজর কাড়লেন সবার। ‘টাইগার থ্রি’র ট্রেলার মুক্তি পেতেই একেবারেই হইচই। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, তোয়ালে পরে মারপিট করছেন ক্যাটরিনা কাইফ। আর টুক করে সহ-অভিনেত্রীর হাতের টানে খুলে যায় তোয়ালে। আর তাতে বিপাকে পরেন এই অভিনেত্রী। এই ভিডিও ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। বলিউডের সুলতান বলে কথা। বড়পর্দায় বড় কিছু ঘটাবেন, এমন প্রত্যাশাই ছিল। সেই প্রত্যাশা সপ্তাহের শুরুর দিনই পূরণ হলো। অ্যাকশনে ভরপুর ‘টাইগার-৩’র ট্রেলার প্রকাশ করলেন সালমান খান। ভাইজানের পাশে রণংদেহি মূর্তিতে দেখা গেল ক্যাটরিনা কাইফকে। সপ্তাহ দুয়েক আগে প্রকাশ্যে এসেছিল ‘টাইগার ৩’র ঝলক। মাত্র ১ মিনিট ৪৩ সেকেন্ডের সেই ঝলকে সালমান খান বুঝিয়ে দিয়েছিলেন তিনিই বলিউডের সুলতান। ট্রেলারেও তার অন্যথা হলো না। একেবারে অ্যাকশন প্যাকড ড্রামা নিয়েই ফিরছেন ভাইজান। যাতে ভিলেন হিসেবে ইমরান হাসমিকে দেখা যাচ্ছে। ‘টাইগার’ ব্রহ্মাণ্ডের সূত্রপাত হয়েছিল ২০১২ সালে। ওই বছর মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এরপর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সালমান ভক্তরা। আসন্ন দিওয়ালিতে তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সালমান। ক্যাটরিনা-ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। ছবিতে ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে।

Share.