মারা গেছেন তুরস্কের প্রখ্যাত হাদিস বেত্তা

0

ডেস্ক রিপোর্ট:  তুরস্কের একজন প্রখ্যাত হাদিস বেত্তা মুহাম্মদ এমিন সারাক মারা গেছেন। এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সারাক।সারাকের জন্ম কত সালে হয়েছে তা স্পষ্ট নয়। তবে তার বয়স ৮০ বছরের বেশি বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। হাদিস বিষয়ে তার বেশ পারদর্শীতা ছিল। তুরস্কের উত্তরাঞ্চলীয় টোকাট প্রদেশের এরবায় তার জন্ম হয়। ছয় বছর বয়সে তিনি কুরআন শিক্ষা শুরু করেন। খুব অল্প বয়সেই কুরআনে হাফিজও হন তিনি।পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য ১৯৪৩ সালে তার পরিবার তাকে ইস্তাম্বুল পাঠায়। পরে আরও শিক্ষার জন্য তিনি মিশর যান। সেখানে গিয়ে তিনি দীর্ঘ নয় বছর হাদিসের ওপর পড়াশোনা করেন।সারাকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা, যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুন, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ডেপুটি চেয়ারম্যান নুমান কুর্তুলমাস এবং অন্যান্য কর্মকর্তা শোক জানিয়েছেন।

Share.