মারা গেলেন শাহরুখ খানের আরেক মা

0

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের মা লতিফ ফাতিমা খান মারা গেছেন ১৯৯০ সালে। ম্যাজিস্টেট ছিলেন তিনি। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন শাহরুখ খানের আরেক মা কিশোরী বল্লাল। ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কর্ণাটকের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবা মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৮১ বছর। কিশোরী বল্লালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের সিনেমা অঙ্গণে। ১৯৬০ সালে প্রথম অভিনয় করেন কিশোরী বল্লাল। এরপর প্রায় পাঁচ দশকে ৭৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৪ সালে আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় শাহরুখ খানের সঙ্গে স্বদেশ সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেন কিশোরী বল্লাল। শাহরুখ ছাড়াও রানি মুখোপাধ্যায়ের ‘আইয়া’ ও দীপিকা পাডুকনের ‘লাফাঙ্গে পরিন্দে’ সিনেমাতেও অভিনয় করেন কিশোরী। কিশোরী বল্লালের মৃত্যুতে শোক প্রকাশ করেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর। এছাড়াও ভারতীয় তারকারা শোক জানাচ্ছেন তার মৃত্যুতে।

Share.