বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

মার্কিন আদালতে মেক্সিকান মাদকসম্রাট ‘এল চাপো’র স্ত্রী দোষী সাব্যস্ত

0

ডেস্ক রিপোর্ট:  মেক্সিকান মাদকসম্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের স্ত্রী ইমা কোরোনাল আইসপুরোকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। স্বামীর মাদক সাম্রাজ্য পরিচালনায় সহযোগিতার ও অর্থপাচার করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ৩১ বছর বয়সী ইমা কোরোনালকে বৃহস্পতিবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে হাজির করা হয়। এসময় বিচারপতি জানতে চান, তিনি নিজেকে দোষী মনে করেন কি না? জবাবে স্প্যানিশ ভাষায় ‘হ্যাঁ’ বলেন সাবেক এ ‘বিউটি কুইন’। এমা মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিক।গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ইমা করোনালকে। এরপর থেকেই বন্দি রয়েছেন তিনি।ইমার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হেরোইন, কোকেন, গাঁজা, মেথামফেটামাইনের মতো মাদকপাচার এবং মার্কিন রাজস্ব বিভাগ ঘোষিত মাদকপাচারকারী স্বামীর অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ ঘোষণা করা হবে।মার্কিন বিচার বিভাগের মামলা-মোকদ্দমা শাখার উপ-প্রধান অ্যান্টনি নারদোজি আদালতে জানিয়েছেন, ইমা করোনাল কুখ্যাত ‘সিনালোয়া কার্টেল’-এর সঙ্গে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত জড়িত থাকার প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য রয়েছে প্রসিকিউটরদের কাছে। ইমা অনেক সময় তার স্বামী এবং কার্টেলের সদস্যদের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করতেন।

Share.