মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শুরু, জানুন কোন অঙ্গরাজ্যে কখন ভোট

0

ডেস্ক রিপোর্ট: মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে নির্বাচনে প্রথম প্রহরে ভোট হওয়া নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দুটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এ দুই কেন্দ্রের একটিতে পাঁচ ভোটের সবই পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। এ ছাড়া অন্য কেন্দ্রে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে নির্বাচনের দিনের আগেই গতকাল সোমবার পর্যন্ত অন্তত নয় কোটি ৬০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন, যা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ভোটার উপস্থিতির ৭০ শতাংশ। এবার বাকি ভোটারদের ভোট দেওয়ার পালা। মার্কিন রাজনীতি ও নির্বাচনভিত্তিক তথ্যভান্ডার ব্যালট পিডিয়া ভোটগ্রহণের সময়সূচি প্রকাশ করেছে। ব্যালট পিডিয়ার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বাংলাদেশ সময় অনুযায়ী যখন ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে—

আলাবামা : আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত।

আলাস্কা : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

অ্যারিজোনা : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

আরকানসাস : আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল সাড়ে ৬টা পর্যন্ত।

ক্যালিফোর্নিয়া : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

কলোরাডো : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত

কানেকটিকাট : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

ডেলাওয়ার : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

ফ্লোরিডা : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

জর্জিয়া : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

হাওয়াই : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

আইদাহো : আজ সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

ইলিনয় : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

ইন্ডিয়ানা : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল ভোর ৫টা পর্যন্ত।

আইওয়া : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত।

কানসাস : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

কেনটাকি : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল ভোর ৫টা পর্যন্ত।

লুইজিয়ানা : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

মেইন : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

ম্যারিল্যান্ড : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

ম্যাসাচুসেটস : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

মিশিগান : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

মিনেসোটা : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

মিসিসিপি : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

মিসৌরি : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

মন্টানা : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

নেব্রাস্কা : আজ সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

নেভাডা : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

নিউ হ্যাম্পশায়ার : অঙ্গরাজ্যে পৌরসভা অনুযায়ী ভিন্ন ভিন্ন সময় ভোটগ্রহণ হবে। তবে বাংলাদেশ সময় রাত ১০টার মধ্যে ভোট শুরু হয়ে আগামীকাল সকাল ৬টার মধ্যে ভোটগ্রহণ শেষ করতে হবে।

নিউজার্সি : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

নিউ ম্যাক্সিকো : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

নিউইয়র্ক : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত।

নর্থ ক্যারোলাইনা : আজ বিকেল সাড়ে ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল সাড়ে ৬টা পর্যন্ত।

নর্থ ডাকোটা : আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে ভোটগ্রহণ শুরু, শেষ হবে আগামীকাল সকাল ৬টা থেকে ৮টার মধ্যে।

ওহাইও : আজ বিকেল সাড়ে ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল সাড়ে ৬টা পর্যন্ত।

ওকলাহোমা : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

অরিগন : নির্দিষ্ট সময়সূচি নেই। অল-মেইল ভোট পদ্ধতিতে ভোটাররা ভোট দেবেন।

পেনসিলভানিয়া : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

রোড আইল্যান্ড : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

সাউথ ক্যারোলাইনা : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

সাউথ ডাকোটা : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

টেনেসি : বিভিন্ন কাউন্টিতে ভিন্ন ভিন্ন সময়ে ভোটগ্রহণ হবে।

টেক্সাস : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

ইউটাহ : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

ভারমন্ট : আজ বিকেল ৪টা থেকে রাত ৯টার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে আগামীকাল সকাল ৬টার মধ্যে।

ভার্জিনিয়া : আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

ওয়াশিংটন : বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ভোটগ্রহণ শুরু হবে। তবে শেষ হবে আগামীকাল সকাল ৭টার মধ্যে। অধিকাংশ ভোটই অল-মেইল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে।

ওয়েস্ট ভার্জিনিয়া : আজ বিকেল সাড়ে ৫টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল সাড়ে ৬টা পর্যন্ত।

উইসকনসিন : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত।

ওয়াইওমিং : আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শুরু, চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

Share.