বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স বাংলায় স্ট্যাটাস দিলেন!

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জোর প্রচারণা শুরু করেছেন মার্কিন সিনেটর ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স। ‘রাজনৈতিক বিপ্লব’ ঘটানোর প্রত্যয় নিয়ে নির্বাচনের প্রচারণা শুরু করেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলা ভাষায় তিনি একটি স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার।’ তার ওই পোস্টে ৩ ঘণ্টায় ২ হাজার লাইক ও ৩০০ কমেন্ট পড়েছে এবং পোস্টটি শেয়ার করেন সাড়ে ৫০০ লোক। কমেন্টে অনেক প্রশংসা কুড়াচ্ছেন স্যান্ডার্স। অনেক বাঙালিও এই স্ট্যাটাসে কমেন্ট করেছেন। মহসিন মনসুর নামের এক ব্যক্তি লিখেছেন, ‘ধন্যবাদ। বার্নিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। ফয়সাল তানিম নামের একজন লিখেছেন, ‘২০২০ এর জন্য বার্নি!!’ পলাশ সাহু নামে এক ভারতীয় বাঙালি লেখেন, ‘আপনার এই কথায় সহমত পোষণ করছি। আগামী মার্কিন নির্বাচনের জন্য অনেক শুভকামনা রইল। ইতি, একজন ভারতীয় বাঙালি।’ শুধু বাংলাতেই নয়, আরও বিভিন্ন ভাষায় স্ট্যাটাস দিয়েছেন বার্নি। নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে দাবি করা স্যান্ডার্স এমন একটি অর্থনীতি তৈরি করার প্রত্যাশা করেন, যেটা শুধু ধনীদের জন্য নয়, বরং সব পর্যায়ের মানুষের জন্য কাজ করবে। বার্নি স্যান্ডার্স শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। ১৯৬০ ও ১৯৭০ এর দশকে যুদ্ধবিরোধী এবং নাগরিক অধিকারের জন্য হওয়া আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ১৯৯০ সালে ৪০ বছরের মধ্যে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রতিনিধি সভার একজন প্রতিনিধি নির্বাচিত হন বার্নি স্যান্ডার্স।

Share.