ডেস্ক রিপোর্ট: সান ডিয়েগোতে মার্কিন সামারিক জাহাজ বোনহোমে রিচার্ডে বিস্ফোরণে ১৮ নাবিক আহত হয়েছেন। এর আগে বিশাল ওই জাহাজ থেকে গাঢ় কালো ধোয়া উড়তে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাতে দেখা যায় অগ্নি নির্বাপণকারীদের। কি কারণে এতে অগ্নিকান্ডের সূত্রপাত হয় তা জানা যায় নি। তবে তদন্ত চলছে। এ খবর দিয়ে অনলাইন স্কাই নিউজ বলছে, রোববার সকালে ইউএস প্যাসিফিক ফ্লিটের নেভাল সারফেস ফোর্সের মুখপাত্র মাইক র্যানি বলেছেন, ইউএসএস বোনহোমে রিচার্ডের আহত নাবিকদের নেয়া হয়েছে হাসপাতালে। সান ডিয়েগো ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, বিভিন্ন রকম আহতের চিকিৎসা দেয়া হয়েছে ওইসব নাবিককে। ভিডিও ফুটেজে দেখা গেছে, অগ্নিনির্বাপণকারীরা দ্রুত উভচর এই জাহাজের কাছে পৌঁছে গেছেন।তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ সময় এতে প্রায় ১৬০ জন নাবিক ও অফিসার ছিলেন। সক্রিয় ডিউটিতে থাকার সময় সাধারণত এতে থাকেন প্রায় হাজারখানেক নাবিক।
মার্কিন সামরিক জাহাজে বিস্ফোরণে আহত ১৮ নাবিক
0
Share.