মার্কিন সুইমিং পুলে ভারতীয় পরিবারের ৩ সদস্যের রহস্যজনক মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে।সোমবার সন্ধ্যায় নিউ জার্সির পূর্ব ব্রান্সউইকে বাড়ির সুইমিং পুল থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।তবে মার্কিন পুলিশ তিনজনের মৃত্যুকে দুর্ঘটনা বলেই মনে করছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে।নিহতরা হলেন- ভরত পটেল (৬২), তার পুত্রবধূ নিশা পটেল (৩৩) ও ৮ বছরের নাতনি।পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ৯১১ ফোন আসে। পটেল পরিবারের এক প্রতিবেশী ফোন করে পুলিশকে মৃত্যুর বিষয়টি জানানমিডলসেক্স কাউন্টি আঞ্চলিক মেডিকেল এগজামিনারের দফতর থেকে মঙ্গলবার দাবি করা হয়েছে, দুর্ঘটনাবশত পরিবারের তিন সদস্য মারা গেছেন।গত এপ্রিলেই আমেরিকায় এক ভারতীয় দম্পতির রহস্যজনক মৃত্যু হয়। সেই তদন্তের জট এখনও খোলেনি। ৩৫ বছরের ভারতীয় বংশোদ্ভূত বিবাহিত যুবতীকে তার অ্যাপার্টমেন্টের মধ্যেই খুন করা হয় বলে অভিযোগ।ওই নারী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী মোহন মলের (৩৭) লাশ মিলেছিল বাড়ির অদূরেই হাডসন নদীর ধারে। যুবতীর স্বামী আত্মহত্যা করেছেন বলেই পুলিশের ধারণা।

Share.