সোমবার, ফেব্রুয়ারী ২৪

মালদ্বীপের প্রেসিডেন্টকে আম পাঠালেন শেখ হাসিনা

0

ঢাকা অফিস: বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৫০০ কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৯ জুলাই) মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস জানায়, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকিরের কাছে এসব আম হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।এ সময় মালদ্বীপের চিফ অব প্রটোকল তার প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকা সফরে আসা পাঁচ রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠাচ্ছেন শেখ হাসিনা।এর আগে রোববার (০৪ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার সামগ্রীর মধ্যে ছিল হাড়ি ভাঙ্গা জাতের দুই হাজার ৬০০ কেজি আম। পরে ৫ জুলাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আম পাঠান প্রধানমন্ত্রী।এ ছাড়া ভারতের আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রী আম উপহার পাঠান।এর আগে ভারতকে করোনা প্রতিরোধে সহায়ক ৫ ট্রাক চিকিৎসা সামগ্রী উপহার দেয় বাংলাদেশ সরকার। এছাড়া দেশের বাহিরে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও প্রতি বছর পূজার সময় ভারতে বিপুল পরিমাণে ইলিশ পাঠানো হয়।

Share.