শুক্রবার, মার্চ ২১

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশি

0

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে শ্রমিক বহনকারী একটি ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।নিহত বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শুক্রবার (২১ মার্চ) সকালে সেলাঙ্গর রাজ্যের সেপাং জেলার পুলাউ মেরান্তি এলাকায় স্মার্ট সদর দপ্তরের কাছে এ দুর্ঘটনা ঘটে।সেলাঙ্গর অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের (জেবিপিএম) সহকারী পরিচালক (অপারেশনস) আহমেদ মুখলিস মুখতার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৬টা ৪১ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর সাইবারজায়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার স্টেশন (বিবিপি) থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়।তিনি জানান, আটকে পড়া ৪০ বছর বয়সি ভ্যানচালককে সকাল ৭টা ২০ মিনিটে উদ্ধার করা হয়, এবং চালকের পেছনে থাকা ৪০ বছর বয়সি বাংলাদেশির মরদেহ সকাল সোয়া ৭টার দিকে উদ্ধার করা হয়। ভ্যানটিতে চালকসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন, তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না। বাসের চালক অক্ষত অবস্থায় আছেন।এছাড়া, ভ্যানচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে পুত্রজায়া হাসপাতালে চিকিৎসাধীন।

Share.