মালানের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

0

স্পোর্টস ডেস্ক: রাসি ফন ডার ডাসেন ও ফাফ দু প্লেসির দুর্দান্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডকে রেকর্ড রান তাড়া করার চ্যালেঞ্জ দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ড নিজেদের করে নিতে সফলও হয়েছে ইংলিশরা। ডেভিড মালানের ঝড়ো ব্যাটিংয়ে প্রোটিয়াদের রান তাড়া করে দারুণ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। গতকাল মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল ইংলিশরা। কেপটাউনে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৭৪ রান করেন রাসি ফন ডার ডাসেন। ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন ফাফ দু প্লেসি। জবাব দিতে নেমে ১৭.৪ ওভারেই কাঙ্ক্ষিত জয়ের নাগাল পেয়ে যায় ইংল্যান্ড। মাত্র ৪৭ বলে ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মালান। তাঁর সঙ্গে ৬৭ রানের ইনিংস খেলেন জস বাটলার। দুই ইংলিশ ব্যাটসম্যান মিলে গড়েন রেকর্ড ১৬৭ রানের জুটি। দ্বিতীয় উইকেটে এটি বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার ১৬৬ রানের জুটি। এ ছাড়া কেপটাউনের নিউল্যান্ডসে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডও অবশ্য ইংল্যান্ডেরই ছিল। সিরিজের প্রথম ম্যাচে ১৭৯ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯১/৩ (ডি কক ১৭, বাভুমা ৩২, হেনড্রিকস ১৩, দু প্লেসি ৫২*, ফন ডার ডাসেন ৭৪*; স্যাম কারান ৩-০-৩৫-০, আর্চার ৪-০-৪৪-০, জর্ডান ৪-০-৪২-১, টম কারান ২-০-২৪-০, রশিদ ৪-০-২০-০, স্টোকস ৩-০-২৬-২)

ইংল্যান্ড: ১৭.৪ ওভারে ১৯২/১ (রয় ১৬, বাটলার ৬৭*, মালান ৯৯*; লিন্ডে ৪-০-২৬-০, নরকিয়া ৪-০-৩৭-১, সিপামলা ২.৪-০-৪৫-০, এনগিডি ৩-০-২৩-০, শামসি ৪-০-৫৭-০)

ফল: ইংল্যান্ড নয় উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ৩-০তে জয়ী ইংল্যান্ড

Share.