বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

মালিবাগে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

0

ঢাকা অফিস: রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) রাতে এই ঘটনাটি ঘটে পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে রবিবার (২৬ নভেম্বর) সকাল আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপুরা থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ হাফিজ জানান,আমরা খবর পেয়ে মালিবাগ সবুজ বাংলা আবাসিক হোটেলে যাই। ওই আবাসিক হোটেলের চতুর্থ তলার ২৯ নম্বর রুম থেকে মিজানুর নামের এক ব্যক্তির অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি নিহত ব্যক্তি একটি টেইলার্সে দর্জির কাজ করত ওই ব্যক্তি শুক্রবার (২৪ নভেম্বর) রাত এগারোটার দিকে ওই হোটেলে ওঠে পরে আমরা খরব পেয়ে তার রুমের বিছানা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আমাদের ধারনা স্টোকজনিত কারনে তার মৃত্যু হয়েছে।তবু ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানাযাবে। নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মোঃ আজমল আলী শেখের সন্তান।

Share.