মঙ্গলবার, ডিসেম্বর ২৪

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সুস্থ হয়ে উঠছেন: মেরিনা মাহাথির

0

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদকে (৯৬) করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের (আইজেএন) একটি সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে মেরিনা মাহাথির। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, তার বাবা (মাহাথির) দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এ সময় তিনি তার বাবা মাহাথির মোহাম্মদের জন্য দোয়া করায় সবাই ধন্যবাদ জানান। এর আগে গতকাল মেরিনা বলেছিলেন, মাহাথির জনসাধারণকে তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য বলেছেন। পাশাপাশি তার অবস্থার উন্নতি হওয়ায় তার ক্ষুধা বেড়েছে।উল্লেখ্য, গত ৮ জানুয়ারি (শনিবার) মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

Share.