শনিবার, ডিসেম্বর ২৮

মালয়েশিয়ায় একদিনে ১৫৯ বিদেশি নাগরিক করোনায় আক্রান্ত

0

ডেস্ক রিপোর্ট: সরকারি বিধিনিষেধ যথাযথ পালনে মহামারী করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে মালয়েশিয়ায়।তবে হঠাৎ করে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আর এসব আক্রান্তের ১৫৯ জনই বিদেশি নাগরিক।সোমবার প্রতিদিনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ডা. নূর হিশাম আব্দুল্লাহ।স্বাস্থ্য মহাপরিচালক বলেন, সোমবার বুকিত জলিল, সেপাং ও সিমুনিয়া (অভিবাসন) ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পের ১১২ জন অভিবাসীর শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিমুনিয়া ক্যাম্পের ১৯ জন রয়েছেন। ক্যাম্পটিতে এ নিয়ে ৩৬ জন অভিবাসী করোনায় আক্রান্ত হলেন।ডা. নূর হিশাম আব্দুল্লাহ জানান, এ পর্যন্ত সিমুনিয়া ক্যাম্পের এক হাজার ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় ৫৪০ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। আরও ৮৭৩ জনের রিপোর্টের অপেক্ষায় আছি আমরা।স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত বুকিত জলিল ডিটেনশন ক্যাম্পে আটক এক ৫৩৬ জনের মধ্যে এক হাজার ৪২২ জন কর্মী নমুনা সংগ্রহ করা হয়েছে। যেখানে ১২৬ জনের পজেটিভ ও ৫১৪ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ৮৯৬ জনের রিপোর্ট এখনও কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়নি।বর্তমানে ডিটেনশন ক্যাম্পগুলোতে করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছেন ডা. নূর হিশাম।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মালয়েশিয়ায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৭৯ জন। মৃত্যুবরণ করেছেন ১১৫ জন।

Share.