মালয়েশিয়ায় চালু হলো বাংলা টাইগার ডিজিটাল সেবা

0

ডেস্ক রিপোর্ট: প্রবাসী বাংলাদেশীদের উন্নত সেবা দেওয়ার প্রত্যাশায় এবার ‘বাংলা টাইগার ডিজিটাল’ নামে ডিজিটাল প্লাটফর্মে সেবা চালু করলো মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এর লোগো উন্মোচনসহ উদ্বোধন ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এ অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি হাইকমিশনার ও মিনিস্টার মো. খোরশেদ এ খাস্তগির। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মিজ মাশফী বিনতে শামস।মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির সঙ্গে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হাই কমিশনের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা টাইগার ডিজিটাল’তৈরি করা হয়েছে। এই প্রয়াসে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডটলাইনস’হাই কমিশনের টেকনোলজি পার্টনার হিসেবে কাজ করছে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রবাসীরা সহজেই পাসপোর্ট, বৈধকরণ, চাকরির আবেদনসহ বিভিন্ন ধরণের সেবা পাবেন। এজন্য সেবাপ্রার্থীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না।হাই কমিশনার মো. গোলাম সারওয়ার তার বক্তব্যে প্ল্যাটফর্মটির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে প্রবাসীদেরকে এটি ব্যবহারের পরামর্শ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজ মাশফী বিনতে শামস বলেন, এই প্ল্যাটফর্মটি প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’গড়ার লক্ষ্যে প্রবাসসেবা নিশ্চিত করার অন্যতম একটি উদাহরণ। হাইকমিশনের এমন সময়োচিত উদ্যোগের ফলে বিপুল সংখ্যক প্রবাসী উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Share.