মালয়েশিয়ায় পার্লামেন্টের জরুরি অধিবেশন চান মাহাথির

0

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মাহাথিরের নিজ দল বারসাতু-র চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিনকে পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণার একদিনের মাথায় রবিবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ এমপিদের মতামতের ভিত্তিতেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ১০টায় তার শপথগ্রহণ সম্পন্ন হবে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তিনি আসলেই সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন পেয়েছেন কিনা তা যাচাইয়ের জন্য পার্লামেন্টের জরুরি অধিবেশন দাবি করেছেন মাহাথির। সংবাদ সম্মেলনে মাহাথির দাবি করেন, তার প্রতি বেশিরভাগ এমপি-র সমর্থন রয়েছে। কিন্তু রাজা তাকে দেখতে চাইছেন না। তার ভাষায়, ‘আমরা এমন একজনকে দেখতে যাচ্ছি; যার প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই। নিজ দলের চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিন প্রধানমন্ত্রী হতে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মন্তব্য করেন মাহাথির। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। ক্ষমতা পাকাপোক্ত করতেই তার ওই পদত্যাগ বলে প্রতীয়মান হচ্ছিল। আরও জোরালোভাবে ফিরতে চাইছিলেন তিনি। মাহাথিরের পদত্যাগের পর প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সাক্ষাৎকার নেন দেশটির রাজা। প্রধানমন্ত্রী হিসেবে তাদের পছন্দের ব্যাপারে জানতে চাওয়া হয় ওই সাক্ষাৎকারে। এর ভিত্তিতেই গত দুই দশক ধরে ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি থাকা মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমকে পাশ কাটিয়ে ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে বাছাই করা হয়। ২০১৮ সালে গঠিত জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। মাহাথিরের পদত্যাগের পর তাকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে তার দল বারসাতু।

Share.