মালয়েশিয়ায় মুসলিম বাবার মেয়েকে বৌদ্ধ ধর্ম পালনে অনুমতি

0

ডেস্ক রিপোর্ট: বাবা মুসলিম এবং মা বৌদ্ধ। তাই তাদের সন্তান বৌদ্ধ ধর্ম পালন করতে চেয়েছিলেন। আদালতও ওই মেয়ের পক্ষে রায় দিয়েছেন। মালয়েশিয়ার কেন্দ্রীয় কোর্ট জানিয়েছে, ওই মেয়ে চাইলে বৌদ্ধ ধর্ম পালন করতে পারবে।প্রধান বিচারপতি টেংকু মায়মুন তুয়ান মান এই রায় দিয়েছেন। তিনি বলেন, রোজলিজা ইব্রাহিম যে আবেদন করেছেন তাতে আদালতের সম্মতি আছে। কারণ রোজলিজা অবৈধ সন্তান এবং তার ক্ষেত্রে শরিয়াহ আইন প্রযোজ্য হবে না।আদালত সর্বসম্মতিক্রমে রোজলিজার বৌদ্ধ ধর্ম পালনের ব্যাপারে মত দিলেও তার ক্ষেত্রে ইসলামি আইন প্রযোজ্য হবে কিনা তা বিভক্ত হয়ে পড়ে। নয় বিচারপতির বেঞ্চের সাতজন এর পক্ষে মতামত দিলেও দুজন বিচারপতি বলেছেন, রোজলিজার ক্ষেত্রে ইসলামি আইন অবৈধ হবে কিনা সে বিষয়ে সিভিল কোর্টের মত নেয়া জরুরি।তবে রোজলিনা কখনই ইসলাম ধর্ম ত্যাগ করেননি বলে মত দিয়েছেন আদালত। আদালতের এই রায়ের ফলে কোনও ব্যক্তি জন্ম থেকে মুসলিম কিনা সেটা নির্ধারণে আইনের আশ্রয় নিতে পারবেন। কিন্তু একজন মুসলিম ব্যক্তির এ ধরনের কোনও সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কেবল শরিয়াহ আদালতেরই আছে।

Share.