শনিবার, ডিসেম্বর ২৮

মাশরাফীর শাশুড়ি ‘করোনা পজিটিভ’

0

ঢাকা অফিস:  জাতীয় সংসদের নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এক প্রতিবেদনে জানান, বিষয়টি আমি শুনেছি। খুলনা ল্যাবে তার করোনা পজিটিভ এসেছে। তবে, অফিসিয়ালি আমাকে জানানো হয়নি।এ নিয়ে জেলায় ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন। দুইজন মারা গেছেন।

Share.