বাংলাদেশ থেকে লালপুর উপজেলা প্রতিনিধি: নাটোরের লালপুরে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে মুখে মাস্ক পরিধান না
করায় ৮জনকে ২০০ টাকা করে ১৬০০শ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (০৭ জুন) দুপুরে উপজেলার লালপুর ও কচুয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি নেতৃত্বে ‘করোনা ভাইরাসের বিস্তার রোধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি জানান, ‘সরকারী স্বাস্থ্যবিধির মোতাবেক বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। কিন্তু জনগণ মুখে মাস্ক ছাড়াই অপ্রয়োজনে বাহিরে ঘোরা ফেরা করছে। এতে করে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে।’ তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রামন রোধে নিয়োমিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
মাস্ক পরিধান না করায় ৮জনকে অর্থদন্ড
0
Share.