শুক্রবার, ডিসেম্বর ২৭

মাহফুজুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

ডেস্ক রিপোর্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক শোকবার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী মাহফুজুর রহমান খানের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে মারা যান দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজ। ৭০ বছর বয়সী মাহফুজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তার ছোট ভাই শফিকুর জানান, শুক্রবার বাংলাদেশ সময় সকালে পুরান ঢাকার চকবাজারে শাহী মসজিদে মাহফুজের জানাজা হবে। বাংলাদেশ সময় বিকালে এফডিসিতে আরেক দফা জানাজার পর সন্ধ্যয় তাকে দাফন করা হবে। ১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডে জন্মগ্রহণ করেন মাহফুজুর রহমান খান। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণিসহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

Share.