মাহবুবুল আলম হানিফের বাড়ি গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

0

বাংলাদেশ থেকে কুষ্টিয়া প্রতিনিধি: মাহবুবুল আলম হানিফের বাড়ি গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা। আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া ৩ আসনের এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ি বিক্ষুব্ধ জনতা একেবারে গুঁড়িয়ে দিয়েছেন। মাহাবুবুল আলম হানিফ এর বাড়িটি প্রথমে ছাত্র জনতা লাঠি দিয়ে ভেঙে আগুন ধরিয়ে দেয়া হয়। এর কিছুক্ষণ পর বুলডোজার নিয়ে এসে পুরো বাড়িটিকে একদম মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। গতকাল সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত ছাত্রজনতা এই বাড়িটিকে ভেঙে চুড়ে একদম গুড়িয়ে দেয়। মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়াকে একটি রাম রাজত্বে পরিণত করেছিল। সেই ক্রোধের আগুনেই আজ তার পুরো বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। যেখানে ছোট থেকে বড় প্রত্যেকটা বিষয় তিনি নিজের হাতে নিয়ন্ত্রণ করতেন। কুষ্টিয়ার সাধারণ মানুষের নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছেন তিনি। যার প্রতিশোধ নিতে ও ছাড়েননি কুষ্টিয়ার সাধারণ মানুষ। তার স্বপ্নের প্রসাদ কে ধুলিস্যাৎ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কুষ্টিয়া সাধারন জনগণ। বিক্ষিপ্ত সাধারণ জনতা বলেন, তারা স্বৈরাচারের দোসর এর কোন চিহ্ন বাংলাদেশে অবশিষ্ট রাখতে চান না। সাধারণ মানুষের ক্ষোভের আগুনে পুড়ছে সারা দেশের আওয়ামী দোসরদের বাড়িঘর, স্থাপনা এবং সব ধরনের সম্পদ। সব জায়গায় সাধারণ জনগণের বক্তব্য একটাই, তারা আওয়ামী স্বৈরাচারের কোন দোসরের স্থাবর স্থাপন কোন চিহ্ন বাংলাদেশের রাখতে চান না। এবং তারা বলতে চান বাংলাদেশে যদি আবারও কোন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠে তাদের পরিণাম এরকম হবে।

Share.