মায়ের মৃত্যু ‘সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত’: প্রিন্স চার্লস

0

ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মায়ের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হয়েছেন প্রিন্স চার্লস। মায়ের মৃত্যুর পর বাকিংহাম প্যালেস থেকে জারি করা এক শোকবার্তায় তিনি বলেছেন, তার মায়ের মৃত্যুর মুহূর্ত তার নিজের এবং পরিবারের জন্য সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত। চার্লস আরও বলেন, ‘‘আমরা একজন স্নেহপরায়ণ মায়ের চলে যাওয়ায় গভীর শোকাহত। আমি জানি, বিশ্বের অগণিত মানুষ, কমনওয়েলথভুক্ত দেশগুলোসহ এবং ব্রিটেনের সব মানুষ রানির শূন্যতা গভীরভাবে অনুভব করবে।’’ গতকাল বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে রানি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ব্রিটিশ রাজসিংহাসনের ইতিহাসে সবচেয়ে বেশি ৭০ বছর রানি ছিলেন।

Share.