শনিবার, ডিসেম্বর ২৮

মা হচ্ছেন অভিনেত্রী প্রসূন আজাদ

0

বিনোদন ডেস্ক: ছোট-বড় দুই পর্দায়ই দেখিয়েছেন অভিনয় দক্ষতা দেখিয়েছেন প্রসূন আজাদ। অভিনয়ে এখন না থাকলেও মূলত সংসার নিয়েই ব্যস্ত। এবার জানালেন তিনি সুখবর। মা হতে যাচ্ছেন তিনি। ঢাকার একটি হাসপাতালে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হ্যাঁ ঘটনা সত্য। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই দীর্ঘ দিনের বন্ধু ফারহান মালেকের সঙ্গে দাম্পত্য জীবনের সূচনা করেন তিনি। শোবিজকে বিদায় জানিয়ে হয়ে ওঠেন পুরোদস্তুর সংসারী।

 

Share.