সোমবার, ডিসেম্বর ২৩

মা হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

0

ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লেট জনসন ওল মারা গেছেন। ৭৯ বছর বয়সে পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি।ব্রিটিশ সংবাদপত্র টাইমসে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সেন্ট ম্যারি হাসপাতালে মারা গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মা।বরিস জনসনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা স্যার কেয়ার স্টারমার এক টুইটে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর (মা) হারানোর খবরে আমি খুবই দুঃখিত। তাঁর ও পরিবারের জন্য আমার সমবেদনা রইলো।’কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আমান্ডা মিলিং বলেছেন, ‘আমি আজ সন্ধ্যায় বরিস জনসন ও তাঁর পরিবারের কথা ভাবছিলাম। আমাদের ভাবনা ও প্রার্থনা আপনাদের সঙ্গে রয়েছে।’শার্লেটের বাবা ছিলেন সত্তরের দশকে ইউরোপিয়ান কমিশন ফর হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট। ১৯৬৩ সালে স্ট্যানলি জনসনকে বিয়ে করেন শার্লেট জনসন ওল। এরপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। তাদের সংসারে চার সন্তান জন্ম নেয়। ১৯৭৯ সালে বিচ্ছেদ হয় এ দম্পতির।

Share.