ঢাকা অফিস: চট্টগ্রামের বহুল আলোচিত মিতু হত্যা মামলায় কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ওরফে ভোলা ও মোহাম্মদ কালু নামে তিন আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১২ জুলাই) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ নিষেধাজ্ঞা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, ‘মিতু হত্যার পুরো রহস্য উন্মোচনের জন্য এই তিন আসামিকে গ্রেপ্তারে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। এর মধ্যে যাতে তারা কোনোভাবেই বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য আদালতে আবেদন জানিয়েছিলাম। আদালত শুনানি শেষে আমাদের আবেদন মঞ্জুর করে নিষেধাজ্ঞা জারি করেছে। এখন বিভিন্ন বিমানবন্দর এবং স্থলবন্দরে আদালতের এ নিষেধাজ্ঞা পাঠিয়ে দেওয়া হবে।’তিন আসামির মধ্যে মুসা এবং কালু সরাসরি কিলিং স্কোয়াডের সদস্য। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পিবিআই। আর ভোলা এই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল সরবরাহ করেছিল। ঘটনার পর পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়।নিহত মিতুর স্বামী এবং অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বাবুল আকতারের বিশ্বস্ত সোর্স ছিলেন মুসা। মুসাকে দিয়ে বাবুল আকতার তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করেছে বলে প্রাথমিক তথ্য পাওয়ার পর গত ১২ মে পিবিআই বাবুল আকতারকে গ্রেপ্তার করে। সাবেক পুলিশ সুপার বাবুল আকতার বর্তমানে ফেনী কারাগারে বন্দি রয়েছেন।তবে মুসা ও কালু ঘটনার পর থেকে পলাতক থাকলেও তার স্ত্রী পান্না আকতার দাবি, ঘটনার পর পরই পুলিশ পরিচয়ে মুসাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।সম্প্রতি পান্না আকতার এই হত্যা মামলায় সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। অপরদিকে, ভোলা একবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও পরবর্তীতে জামিনে এসে পালিয়ে যায়।বিগত ২০১৬ সালের ৫ জুন ভোরে নগরীর জিইসি মোড়ে দুর্বৃত্তদের গুলি এবং ছুরিকাঘাতে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ সময় তার ছেলেকে স্কুল বাসে তুলে দিতে বাসা থেকে বের হয়েছিলেন। সন্তানের সামনেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছিল। এ ঘটনায় প্রথমে বাবুল আকতার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথম পর্যায়ে এটিকে জঙ্গি হামলা হিসেবেই ধারণা করা হয়েছিল।কিন্তু পিবিআইয়ের তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আকতারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে পিবিআই চলতি বছরের ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরবর্তীতে নিহত মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুল আকতারসহ ৮ জনকে আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় নতুন একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পিবিআই বাবুল আকতারকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে।
মিতু হত্যা মামলায় তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা
0
Share.