মিয়ানমারে ত্রাণ সহায়তা পৌঁছে দিলো বিমান ও সেনাবাহিনীর দুটি উড়োজাহাজ

0

ঢাকা অফিস:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশ ছাড়লো সেনাবাহিনীর ও বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান।আজ রোববার (৩০ মার্চ) দুপুরে মিয়ানমারের উদ্দেশে বিমানদুটি ছেড়ে যায়। এদিন বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমীন। ব্রিফিংয়ে জানানো হয়, ভূমিকম্পের কারণে মিয়ানমারে জরুরি খাদ্য, পানি, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসার অভাবে সেখানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।প্রতিবেশী দেশের এমন বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ থেকে সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ওষুধ, তাঁবু ও জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এর ফলে প্রাথমিক ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা করবে। এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে।সাড়ে ষোলো টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, খাবার স্যালাইন, হাইজিন পণ্য, মশারি ও সোলার লাইট। একইসাথে রেসকিউ টিম ও মেডিকেল টিম পাঠানো হয়েছে। যে ত্রাণ সামগ্রীগুলো পাঠানো হয়েছে সেগুলো পরিকল্পিত ত্রাণ সহায়তার অংশ বলেও জানানো হয়। পরবর্তীতে আরও ত্রাণ সামগ্রী পাঠানো হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

Share.