মঙ্গলবার, ডিসেম্বর ২৪

মিরপুরে উৎসবমুখর পরিবেশে ক্রিকেট-বীরদের বরণ

0

স্পোর্টস ডেস্ক: দেশে ফিরেছেন বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দল। শাহজালাল বিমানবন্দরে তাদের বরণ করে নিতে আয়োজনের কমতি ছিল না। ফুল-মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তা-ব্যক্তিরা। লম্বা ভ্রমণ শেষে দেশে ফেরা বীরেরা এখন মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে। উৎসবমুখর পরিবেশে তাদের বরণ করে নিয়েছে হোম অব ক্রিকেট। সেখানেও আকবরদের সংবর্ধনা দিতে আছে নানা আয়োজন। আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে চ্যাম্পিয়নদের বহন করা বিমানটি। বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিমানবন্দর থেকে বেরিয়ে যুবাদের সঙ্গে একই গাড়িতে মিরপুরের উদ্দেশে যাত্রা করেন বিসিবি প্রধান। বাংলাদেশ সময়  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুরে পৌঁছায় বিশ্বজয়ীদের বহন করা গাড়ি। হোম অব ক্রিকেটকে আগেই সাজানো হয়েছে অনেকটা বিয়ে বাড়ির সাজে। বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তাদের পৌঁছার ঘণ্টা খানেক আগেই  বিমানবন্দর এলাকায় রাখা হয় দুটি বিশেষ বাস। পুরো বাসটি ‘চ্যাম্পিয়ন’ স্টিকার দিয়ে মুড়ে দেওয়া, সেখানে শোভা পাচ্ছে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের ছবি। বিমানবন্দরের ভিআইপি এলাকায় জড়ো হয় ক্রিকেটভক্তরা। অনূর্ধ্ব-১৯ দলের ট্রফি জয়ের আনন্দে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Share.