বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন

0

ঢাকা অফিস: রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Share.