বুধবার, জানুয়ারী ২২

মিরপুর বিহারি ক্যাম্পে অভিযান, মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার- ২৬

0

ঢাকা অফিস: ঢাকার মিরপুর-১১ সংলগ্ন মিল্লাত বিহারি ক্যাস্প থেকে ২৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৪৮ পুরিয়া হেরোইন, ৭টি ছুরি, ৫টি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ ৩১ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়। যৌথবাহিনী জানায়, পল্লবী থানায় এই আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। দেশের যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Share.