বুধবার, ডিসেম্বর ২৫

মির্জা ফকরুল যুদ্ধাপরাধীর সন্তান, তার মুখে রাজাকারের পক্ষে কথা বলাটাই স্বাভাবিক: খালিদ মাহমুদ

0

ঢাকা অফিস: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মির্জা ফকরুল ঠাকুরগাও’র একজন কুখ্যাত যুদ্ধাপরাধীর সন্তান, তার মুখে রাজাকারের পক্ষে কথা বলাটাই স্বাভাবিক। নৌ-প্রতিমন্ত্রী বলেন, বিজয়ের মাসে দেশরত্নশেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বাংলার মাটিতে কোন যুদ্ধ অপরাধীদের ঠাই হবে না। আজ মঙ্গলবার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উক্ত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিল উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক আফসার আলীসহ পুরো কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

Share.