মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

0

ডেস্ক রিপোর্ট: দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিসরে গিয়েছেন। রবিবার কায়রোয় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। গত শনিবার কায়রোতে পৌঁছান মোদি। এর আগে চার দিনের যুক্তরাষ্ট্র সফরে ছিলেন তিনি। এর মধ্য দিয়ে গত দুই দশকের মধ্যে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী মিসর সফরে গেলেন। গত বছর অবশ্য ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশটির সরকারের আমন্ত্রণে নয়াদিল্লি গিয়েছিলেন সিসি। মোদিকে গতকাল সকালে কায়রোয় প্রেসিডেন্টের প্রাসাদে অভ্যর্থনা জানান সিসি। এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। কায়রো ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতেই মোদির এই সফর। মোদি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য ১ হাজার ২০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার দিকে এগোচ্ছে দুই দেশ। ২০২১-২২ অর্থবছরে ভারত ও মিসরের মধ্যে ৭৩০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। চলতি বছরের শুরুর দিকেই বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে রাজি হয়েছিল দুই দেশ। মিসর থেকে শীর্ষ পাঁচ আমদানিকারী দেশের মধ্যে রয়েছে ভারত। দেশটি থেকে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, লবণ, সুতা, রাসায়নিক ও তৈলবীজ আমদানি করে তারা। অপর দিকে ভারত থেকে মিসরে কফি, ঔষধি গাছ, তামাক, ডাল, মোটরযানের যন্ত্রাংশ, জাহাজ, নৌকা ও ইলেকট্রিক যন্ত্রপাতি রপ্তানি করা হয়। মোদি ও সিসি দুজনে নিজ নিজ দেশে ক্ষমতায় এসেছেন ২০১৪ সালে। সাম্প্রতিক বছরগুলোতে দুজনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। কেউই ইউক্রেনে রাশিয়ার অভিযানের নিন্দা জানাননি। ভারত ও মিসর—দুই দেশেরই মস্কোর সঙ্গে পুরোনো সম্পর্ক রয়েছে।

Share.