মিয়ানমারে আরও ৬ জনকে গুলি করে মারল নিরাপত্তাবাহিনী

0

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ চলছেই। আর সে বিক্ষোভ দমনে একের পর এক মানুষ হত্যা করে চলেছে দেশটির নিরাপত্তাবাহিনী। শুক্রবার রাতসহ শনিবারও বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে নিরাপত্তারক্ষীরা। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন।শনিবার বিক্ষোভকারীরা ১৯৮৮ সালের সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নিহত এক ছাত্রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণজাগরণ শুরু করেছিল।মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভস্থলে থাকা দুই প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ হঠাৎ বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালালে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুপুরে পিয়াই শহরে অপর একজন নিহত হয়েছেন। অন্যদিকে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে শুক্রবার রাতে পুলিশের গুলিতে দুজন মারা গেছেন।নাম প্রকাশ না করার শর্তে ২৩ বছর বয়সি এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, গুলি চালানোর পর আহতদের কাছে অ্যাম্বুলেন্স যেতে বাধা দেয় নিরাপত্তাবাহিনী। পরে অবশ্য তোপের মুখে পড়ে যেতে দিতে বাধ্য হয়। কিন্তু যখন তারা অ্যাম্বুলেন্স যেতে দেয় ততক্ষণে গুরুতর আহত একজন মারা যায়।মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের নেতারা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধারে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেওয়ার পর এই মৃত্যুর ঘটনা ঘটল।দেশটিতে গত ১ ফেব্রুয়ারি বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় সামরিক বাহিনী। তারপর থেকেই বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবার দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অপরদিকে বিক্ষোভ হঠাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।

Share.