মিয়ানমারে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারীর মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: সেনাবিরোধী বিক্ষোভে মিয়ানমারে সোমবার মাথায় গুলিবিদ্ধ হয়ে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। ট্রেড ইউনিয়নগুলোর ধর্মঘটের কারণে দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে দোকান, কারখানা ও ব্যাংক বন্ধ রয়েছে।ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মাইতকাইনার উত্তরদিকের একটি শহরের রাস্তায় দুটি লাশ পড়ে আছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ যখন স্টেন গ্রেনেড এবং টিয়ার গ্যাস চালায় তখন তারা একটি প্রতিবাদে অংশ নিচ্ছিল। সেসময় আশপাশের বিল্ডিং থেকে গুলি ছোড়া হলে বেশ কয়েকজন আহত হয়।এক প্রত্যক্ষদর্শী মৃতদেহগুলো সরিয়ে নিতে সাহায্য করেছিলেন। তিনি জানান, ওই দুজনের মাথায় গুলি লাগে এবং তারা ঘটনাস্থলেই মারা যায়। এদিন আহত হয়েছেন আরও তিন জন।বছর বিশেকের এক তরুণ সাক্ষী বলেন, নিরস্ত্র বেসামরিক লোকদের এভাবে হত্যা করা অমানবিক। আমাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারটুকু তো দিতে হবেতবে পুলিশ ও সামরিক বাহিনী উভয়ই এই বিক্ষোভে উপস্থিত থাকলেও কে প্রতিবাদকারীদের উপর গুলি চালায় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।মিয়ানমারের বিক্ষোভ প্রসঙ্গে গত সপ্তাহে জাতিসংঘ জানায়, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সেনাবিরোধী অভ্যুত্থান ঠেকাতে পুলিশ ও সেনাবাহিনী মিলে ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে।

Share.