মীনাক্ষীর সমর্থনে নন্দীগ্রাম যাবেন আব্বাস সিদ্দিকী

0

ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে নন্দীগ্রাম যাবেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) প্রধান আব্বাস সিদ্দিকী। শুক্রবার নন্দীগ্রাম স্টেট ব্যাংকের মাঠে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে জোট প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার। এবার মুসলিম ভোট টানতে বামদের সঙ্গে জোট করে ভোটের ময়দানে নেমেছে আব্বাস সিদ্দিকীর দল।জোটের আসন বণ্টনে বাম শরিক সিপিআইয়ের ভাগে থাকা নন্দীগ্রাম আসনটি প্রথম দিকে দাবি করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই আসনে প্রার্থী হয়েছেন বামফ্রন্টের বড় শরিক সিপিএম প্রার্থী মীনাক্ষী। তার সমর্থনেই আব্বাসকে প্রচারে আনতে চাইছে সিপিএম।সূত্র জানিয়েছে, রাজ্যের বেশ কিছু বাছাই করা আসনে আব্বাসকে দিয়ে প্রার্থীদের সমর্থনে জনসভা করানোর ভাবনা রয়েছে বামফ্রন্টের। তারই অংশ হিসেবে ফুরফুরা শরিফের এই পীরজাদাকে নন্দীগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সিপিএমের রাজ্য কমিটির এক সদস্য বলেন, নন্দীগ্রামের লড়াই সবাই শুভেন্দু বনাম মমতার মধ্যে দেখানোর চেষ্টা করছে। এমনটি দেখানো হচ্ছে যেন সংযুক্ত মোর্চার প্রার্থী নেই। আমরাও সব রকম প্রচার চালিয়ে চেষ্টা করছি এটি বোঝাতে যে, নন্দীগ্রামের লড়াই আসলে দ্বিমুখী নয়; ত্রিমুখী।রাজ্যসভার সাবেক সদস্য বামফ্রন্টের বর্ষীয়ান এক নেতা বলেন, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলতেন তা মানুষের অনেক কাছাকাছি পৌঁছে যেত। আমরা সেই ভাষায় মমতাকে জবাব দিতে পারিনি বলেই তার উত্থান হয়েছিল। এখন আব্বাসের ক্ষেত্রেও তেমনটিই হয়েছে। তার মেঠো বক্তৃতা মানুষের কাছে অনেক বেশি পৌঁছে যায়। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আব্বাসকে প্রচারের ক্ষেত্রে আমরা তাই ব্যবহার করছি।

Share.