মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

0

ঢাকা অফিস: সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।আজ শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান।পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পার্ঘ‌্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে উঠে করুণ সুর।পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত ফুলের চারা রোপণ করেন এবং পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।এর আগে সকালে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

Share.