বিনোদন ডেস্ক: ধ্রুব সরজা ও রশ্মিকা মন্দানা অভিনীত আসন্ন কন্নড় ভাষার সিনেমা ‘পোগারু’ নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে সিনেমার পোস্টার ও টিজার। এরই মধ্যে এ সিনেমার ‘কারাবু’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, সিনেমাটি মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্য পেয়েছে। এর হিন্দি স্বত্ব বিক্রি হয়েছে সাত কোটি ২০ লাখ রুপিতে। হিন্দি স্বত্ব নিয়েছেন বলিউডের প্রযোজক আর কে দুগ্গল, যিনি এ সিনেমা হিন্দি ভাষায় ডাবিং করে মুক্তি দেবেন। কোভিড মহামারির কারণে সিনেমাটি মুক্তি দিতে বিলম্ব হচ্ছে। তবে পরিচালক নন্দ কিশোর জানিয়েছেন, সম্প্রতি তিনি এ সিনেমার প্রযোজনা-পরবর্তী কাজ নিয়ে ব্যস্ত এবং তাঁর মাথায় দুটি মুক্তির তারিখ বিবেচনাধীন। একটি পোর্টালকে নন্দ কিশোর বলেছেন, তাঁর হাতে দুটো অপশন রয়েছে। তিনি ২৫ ডিসেম্বর অথবা আগামী ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি দিতে পারেন। দর্শককে বিনোদন দেওয়ার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত এবং এ সিনেমার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। ‘পোগারু’ কন্নড় ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। শ্রীজগদগুরু মুভিসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন বি কে গঙ্গাধর। এতে আরো অভিনয় করেছেন ধনঞ্জয়, রবি শঙ্কর, চিক্কান্না, কুরি প্রতাপসহ অনেকে। সিনেমার গানে সুর দিয়েছেন চন্দন শেঠি এবং ক্যামেরায় ছিলেন বিজয় মিল্টন।
মুক্তির আগেই ‘পোগারু’র আয় সাত কোটি ২০ লাখ
0
Share.