বুধবার, জানুয়ারী ২২

মুখোমুখি বিতর্কে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প

0

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টায়) এ বিতর্ক শুরু হয়। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ বিতর্কের আয়োজন করেছে। আয়োজনের শুরুতে মঞ্চে উঠে ট্রাম্পের দিকে হাত বাড়িয়ে দেন কমলা হ্যারিস। এরপর দুজন করমর্দন করেন। অতঃপর কমলা হ্যারিসের বক্তব্যের মধ্যদিয়ে বিতর্ক শুরু হয়। এবিসি নিউজের আয়োজনে বিতর্কটি মার্কিন সংবাদমাধ্যম বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম লাইভ সম্প্রচার করছে। দেশটিতে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন অবস্থায় এ বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। বিবিসি জানিয়েছে, দেড় ঘণ্টাব্যাপী চলবে এ বিতর্ক। এতে অন্যতম বিষয় হতে পারে অর্থনীতি, বিশেষ করে মূল্যস্ফীতি। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির থেকে বিতর্ক শুরুর আগে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া দুজনের মধ্যকার এ আয়োজনে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে অভিবাসনও। বিতর্কে গাজা, ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গির জানান দেবেন দুই প্রার্থী। এটি থাকবে দর্শকদের অন্যতম আকর্ষণের বিষয়। এছাড়া কমলাকে লিঙ্গ ও জাতিগত পরিচয় নিয়ে আক্রমণ করতে পারেন ট্রাম্প। অন্যদিকে তার ফৌজদারি অপরাধের বিষয়টি সামনে আনতে পারেন কমলা হ্যারিস। একাধিক জরিপে দেখা গেছে, কমলা ও ট্রাম্প জনপ্রিয়তায় সমান অবস্থানে রয়েছেন। অঙ্গরাজ্যগুলোর নির্বাচনের ফলাফলের মাধ্যমে এ বিষয়টি নির্ধারিত হবে। তবে বিতর্কের ওপর নির্ভর করবে কোন প্রার্থী এসব অঙ্গরাজ্যের ভোট বেশি টানবেন সে বিষয়টি।

Share.