ঢাকা অফিস:২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের বাবা বলেছেন, “আমার ছেলে মুগ্ধ’র জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন; ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।”ঈদের দিন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মীর মুগ্ধের পিতাকে তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। এসময় আবেগ আপ্লুত মীর মুগ্ধের বাবা এই কথা বলেন।তিনি আরও জানান, মীর মুগ্ধ দেশের জন্য তার জীবন দিয়েছেন, এবং তার আত্মত্যাগে তিনি গর্বিত। এসময় রিজভী ঈদের শুভেচ্ছা ও সমবেদনা জানিয়ে মীর মুগ্ধের পরিবারের প্রতি বিএনপির পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন।
“মুগ্ধর জীবন উৎসর্গের ফলে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, এটাই প্রকৃত সার্থকতা”
0
Share.