ঢাকা অফিস: মুন্সিগঞ্জের বেহাকান্দি এলাকায় দুর্বৃত্তের গুলিতে ডালিম সরকার (৩০) নামের এক যুবক ঢাকা মেডিকেলে মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) রাত বারোটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, তাকে নিয়ে আসা মোঃ শাহিন মিয়া জানান, রাতের দিকে মুন্সিগঞ্জ সদরের নৌকা প্রার্থী এডভোকেট মৃণাল কান্তি দাসের নির্বাচনী প্রচারণার মিছিল শেষে বাসায় ফিরছিল ডালিম। রাস্তায় দুর্বৃত্তরা তাকে একা পেয়ে গুলি করে পালিয়ে যায়।এতে সে বুকের বাম পাশে গুলিবিদ্ধ হলে,পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর জেলার মুন্সীকান্দি গ্রামে নূর হোসেন সরকারের সন্তান, তিনি পেশায় কৃষি কাজ করতেন, নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। তিনি আরও জানান, ডালিম তিন বছরের একটি মেয়ে ও দুই মাসের একটি ছেলের জনক ছিলেন। কৃষিকাজের সাথে জড়িত ছিল সে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মুন্সিগঞ্জ নৌকার সমর্থকদের উপর দুর্বৃত্তের গুলিতে নিহত
0
Share.