মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে

0

ঢাকা অফিস: মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে জুনের এই কার্যক্রমটি প্রায় চার মাস পরে করা হচ্ছে। তবে করোনার মধ্যেও সরকারের উদ্যোগ নিয়ে অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।রোববার (৪ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে শিশুকে টিকা খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। কার্যক্রমটি শুক্রবার ব্যতীত চলবে টানা ১৭ অক্টোবর পর্যন্ত। ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত নীল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত লাল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।এ বিষয়ে সিভিল সার্জন জানান, সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জের ১ হাজার ৬৩৫টি কেন্দ্রে টিকা খাওয়ানো কার্যক্রম নেয়া হয়েছে। জেলায় ২৪ হাজার ৪৭৫ শিশুকে নীল এবং ১ লাখ ৬৯ হাজার ৪৮৪ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়েছে।

Share.