মুন্সীগঞ্জে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

0

ঢাকা অফিস: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আমতলী গ্রাম থেকে জাহাঙ্গীর শিকদার নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামের একটি পরিত্যক্ত ভিটার কাঁঠাল গাছে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার ব্রাহ্মণভিটা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কান্দাপাড়া গ্রামের মোশাররফ শিকদারের ছেলে তিনি। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব সোনারং গ্রামের শ্বশুরবাড়ি এলাকায় নিহত জাহাঙ্গীর জমি কিনে বসবাস করে আসছিলেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। নিহতের আত্মীয়-স্বজনের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ওসি গোলাম রসুল জানান, গ্রামের নির্জন একটি ভিটার কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.